সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সন্ধ্যা থেকে সারাদেশে যৌথবাহিনীর টহল, বসছে আরও চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

সন্ধ্যা থেকে সারাদেশে যৌথবাহিনীর টহল, বসছে আরও চেকপোস্ট
ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশের গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে যৌথবাহিনীর কমবাইন্ড টহল চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও অপরাধীদের ধরতে চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হবে।

এদিন বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


বিজ্ঞাপন


বেশ কয়েকদিন ধরে রাজধানীসহ সারাদেশে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ায় পর জননিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত এলো।

আরও পড়ুন

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট

এক দিন আগে রোববার সন্ধ্যার পর রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় ছিনতাই-ডাকাতি ও গুলিবর্ষণের ঘটনায় মধ্যরাতে সংবাদ সম্মেলনে আসতে হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে। 

এ অবস্থায় সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কোর কমিটির সভা হয়। সভা শেষে প্রেস সচিব বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার সিরিয়াসলি নিয়েছে। এজন্য সব বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মিটিংয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


তিনি বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথবাহিনীর টহল আরও বাড়ানো হবে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে। দ্রুত চলাচলের জন্য মোটরসাইকেলে টহল বাড়ানো হবে। বাড়ানো হবে গোয়েন্দা তৎপরতা।

আরও পড়ুন

শান্তি-শৃঙ্খলা রক্ষায় যে নির্দেশনা দিলেন সেনাপ্রধান

আইন-শৃঙ্খলার ক্ষেত্রে দৃশ্যমান উন্নতি দেখা যাবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হবে।’

যৌথবাহিনীর মধ্যে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নেভি এরা সবাই একসঙ্গে থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৮০৭৯

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও রাজধানীতে পুলিশের টহল আরও বাড়ানোর কথা জানিয়েছেন। বলেন, ‘রাজধানীর জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করা হবে। সন্ধ্যার পর থেকে অপারেশন আরও জোরদার হবে।’

পরিস্থিতি ভালো করতে বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর