শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

৯ সচিব পদে নিয়োগ শিগগির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

ক্ষমতা নেওয়ার পর থেকেই জনপ্রশাসনকে ঢেলে সাজাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে ইতোমধ্যে পতিত সরকারের দোসর কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত আছে। এতে বেশ কিছু জায়গায় শূন্যতা তৈরি হয়েছে। এর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নয়টি সচিব পদ শূন্য রয়েছে। নয়জনকে শিগগির সচিব পদে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তারা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে।

সাবেক জেলা প্রশাসক (ডিসি) বা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মোখলেস উর রহমান বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের কাউকে ওএসডি, কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরেকটি বিষয় হলো, যারা অর্থনৈতিক অপরাধ করেছেন বলে অভিযোগ আছে, সে ব্যাপারে বিভিন্ন সংস্থা এবং নিজস্ব ব্যবস্থায় যদি দেখা যায় ঘটনা সত্যি সত্যি ঘটেছে, শুধু সেই অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে। এটা সাধারণীকরণ করা হবে না।

আরও পড়ুন

বিতর্কিত নির্বাচন: সাবেক ২২ ডিসি বাধ্যতামূলক অবসরে

স্বরাষ্ট্রের বহু ‘অপকর্মের হোতা’ সেই ধনঞ্জয় বরখাস্ত

সিনিয়র সচিব বলেন,  যাদের নামে অপপ্রচার আছে বা অপরাধের সঙ্গে জড়িত নন বা এ ধরনের কিছুই করেননি, সাময়িকভাবে ওএসডি হয়েছেন, তারা খুব সাধারণ জীবন যাপন করবেন, এতে কোনো সমস্যা না। এখানে সরকারের পক্ষপাত নেই। সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটি করবে, যাতে একজনও নিরীহ কর্মকর্তার যেন কোনো অসম্মান না হয়।


বিজ্ঞাপন


এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের বিপ্লবের বিপক্ষে অবস্থানের অভিযোগ রয়েছে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন