শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিল্প মন্ত্রণালয়ে নতুন সচিব ওবায়দুর রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

loading/img
সচিব ওবায়দুর রহমান। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানকে সচিব পদে পদোন্নতি দিয়ে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে সরকার।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জামিলা শবনব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় অন্তর্বর্তীকালীন সরকার। তার বিরুদ্ধে জুলাই-আগস্টের বিপ্লবের বিপক্ষে অবস্থানের অভিযোগ রয়েছে।

এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান জানান, দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে শূন্য থাকা মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন করা হবে।

আরও পড়ুন

জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান, চাকরি হারালেন সিনিয়র সচিব জাকিয়া

স্বরাষ্ট্রের বহু ‘অপকর্মের হোতা’ সেই ধনঞ্জয় বরখাস্ত

জ্যেষ্ঠ সচিব বলেন, চারটি সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভায় সচিবপদের জন্য ১২ জনকে নির্বাচন করা হয়েছে। তারা অধিকাংশই যোগ্য ও বঞ্চিত। তাদের মধ্যে কেউ চুক্তিতে নন। চাকরিতে কর্মরতদের মধ্যে থেকেই সচিব করা হচ্ছে।


বিজ্ঞাপন


জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন