সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মেট্রোরেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

মেট্রোরেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী ফারুক আহমেদ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


এতে বলা হয়, ফারুক আহমেদ পৃথিবীর বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ এবং পরিচালনায় অভিজ্ঞতাসম্পন্ন প্রকৌশলী। তিনি অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ম্যাকাও, মালয়েশিয়া, হংকংসহ বিভিন্ন দেশে ৩৭ বছর কাজ করেছেন। এর মধ্যে ২৫ বছর মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।

একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে সরকার তাকে এ পদে নিয়োগ দিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে, সড়ক উপদেষ্টা জানিয়েছিলেন, ডিএমটিসিএলের এমডি পদে নিয়োগের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয় আন্তর্জাতিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখান প্রকৌশলী ডিগ্রিসহ বৈশ্বিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মেট্রোরেলের এমডি পদে দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি আবেদনকারীদের মধ্য থেকে সাতজনকে বাছাই করেন। এরপর ফারুক আহমেদকে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশ করা হয়।


বিজ্ঞাপন


এর আগে, আওয়ামী লীগ সরকার আমলাদের সুবিধা জন্য এমডি নিয়োগের মূল শর্ত পরিবর্তন করে। তখন যোগ্যতার শর্ত হিসেবে ‘যোগাযোগ খাতের সাবেক সচিব’ হওয়া বাধ্যতামূলক করা হয়। এর ফলে ২০১৬ সালের অক্টোবরে সদ্যবিদায়ী সড়ক পরিবহন সচিব এম এ এন ছিদ্দিক ডিএমটিসিএলের এমডি হিসেবে নিয়োগ পান এবং গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে অতিরিক্ত সচিব আবদুর রউফকে দায়িত্ব দেয় এবং স্থায়ী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ফারুক আহমেদ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯০ সালে সিডনির নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, ১৯৯৫ সালে ইউনিভার্সিটি অব ম্যাকাও থেকে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৪ সালে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস্ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর