রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বন্ধুর জন্মদিনে এসে উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩ এএম

শেয়ার করুন:

বন্ধুর জন্মদিনে এসে উত্তরায় মোটরসাইকেল দুর্ঘটনায় দম্পতির মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার বিএনএস টাওয়ারের উল্টো পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আবদুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)।


বিজ্ঞাপন


স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বন্ধুর জন্মদিনে টাঙ্গাইল থেকে টঙ্গীর কলেজগেট এলাকায় এসেছিলেন এই দম্পতি। রাতে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে তারা ঢাকায় এসে দুর্ঘটনার কবলে পড়েন।

নিহতের স্বজনরা জানান, রাব্বি এবং মিম ৪-৫ বছর আগে বিয়ে করেছেন। তাদের সন্তান নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন দেওয়ান সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন দুজন সড়কে পড়ে আছেন। পাশেই তাদের মোটরসাইকেল। দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই কারিমা আক্তার মীম মারা যান। সকালে মারা যান আব্দুর রহমান।

দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না পাওয়া যাওয়ায় ঘটনাটি কীভাবে ঘটেছে সেটি নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর

নিহতদের বন্ধু তানজিলা সংবাদমাধ্যমকে জানান, তাদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। সোমবার তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজ গেটে তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি-মিম দম্পতি। সেখানে জন্মদিন পালন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে তারা দুইজন পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোনো রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাদের। রাব্বির মোটরসাইকেলটি ছিল পেছনে। উত্তরা থেকে কিছুদূর আসার পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন ধরে জানান উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর