সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করব না: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার সহ্য করব না: আসিফ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কোনো ধরনের মিথ্যাচার সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।


বিজ্ঞাপন


আসিফ মাহমুদ লিখেছেন, রাজনৈতিক স্বার্থে অনেকে অনেক কিছু বলছেন, বলেন। তাতে আপত্তি নেই। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করবেন না।

আরও পড়ুন

আ.লীগ নিষিদ্ধের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে সরকার: আসিফ মাহমুদ

তিনি আরও লেখেন, এই প্রজন্মের রক্তের অর্জন জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মিথ্যাচার টলারেট করবো না। সবকিছু নিয়ে চুপ থাকলেও এটা নিয়ে চুপ থাকা যায় না। ইতিহাস দখলের নোংরা খেলা বন্ধ করুন।

Screenshot_2025-02-17_085524


বিজ্ঞাপন


মূলত ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ছাত্র–জনতার গণঅভুত্থান ঘটে। এর জেরে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। স্বৈরাচারের তকমা নিয়ে পতন হয় তার সরকারের। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কেন্দ্রীয় সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ। আন্দোলনে সরকারি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণ ও হামলায় প্রাণ হারান আট শতাধিক ছাত্র-জনতা। আহত হন ১১ হাজরের বেশি। 

ইএ

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর