‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব’— বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আবুল কাশেমের জানাজা শেষে এই শপথ করেন তিনি। কাশেম গাজীপুরে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এছাড়া, গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ৭ ফেব্রুয়ারি হামলার সময় কাশেম সহ বেশ কয়েকজন আহত হন। পরে, কাশেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং ১২ ফেব্রুয়ারি বিকেলে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যা যা প্রয়োজন, তা দ্রুত করার জন্য। ৪ দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ মানুষের অধিকার দখল করেছে, গুম, খুন, হত্যা, ধর্ষণ তাদের নির্দিষ্ট কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। কাশেমের লাশ সামনে রেখে শপথ করছি, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব।’
তিনি আরও বলেন, ‘ছয় মাস পরেও আমাদের আন্দোলনের সৈনিকরা আওয়ামী লীগের দোসরদের হাতে নিহত হচ্ছে। আমাদের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর জন্য এটা একটি বড় ব্যর্থতা। আমরা আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারিনি, তবে তারা অপরাধের বৈধতা তৈরি করেছে।’
হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ভাষায় বলেন, ‘৫ আগস্টের পূর্ববর্তী সময়ে বাংলাদেশে আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ তার ক্ষমতা ধরে রেখেছে। এই ভূখণ্ডের ভবিষ্যত নির্ধারণ হবে, বা আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব।’
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের ধীরাশ্রমে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্রজনতা। হামলার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে অন্তত ১৫ জন আহত হন, যার মধ্যে কাশেমও ছিলেন।
এইউ