রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হাতুড়ি হামলা’, অল্পের জন্য বেঁচে গেলেন নগদ প্রশাসক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

নগদ প্রশাসকের গাড়িতে ‘হাতুড়ি হামলা’

দেশের শীর্ষ মোবাইল ফাইনান্সিয়াল সেবা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের গাড়িতে হাতুড়ি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে এই হামলা ঘটে। হামলার পর তার ড্রাইভার গুরুতর আহত হন, এবং হামলাকারীরা তার সদ্য কেনা গাড়িটিও ভাঙচুর করে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান ঢাকা মেইলকে জানান, নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলা হয়েছে, তবে তিনি আঘাতপ্রাপ্ত হননি। তার ড্রাইভার কিছুটা আহত হলেও বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে। নতুন কেনা গাড়িটি হাতে-পায়ে হাতুড়ি এবং রড দিয়ে আঘাত করা হয়েছে। আমরা প্রশাসকের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং তাকে মামলা করার পরামর্শ দিয়েছি, যেটি তিনি প্রস্তুতি নিচ্ছেন।


বিজ্ঞাপন


এদিকে, আজ সকালেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম নগদে অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসক বদিউজ্জামান দিদার গণমাধ্যমকে জানান, নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার এবং ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদক টিম বিষয়টি যাচাই-বাছাই করে নথিপত্র সংগ্রহ করেছে।

দুদক অভিযান শেষে, মুহম্মদ বদিউজ্জামান দিদার তার অফিস থেকে বের হয়ে গুলশানে যাচ্ছিলেন। সে সময় একদল দুর্বৃত্ত তাকে অনুসরণ করে এবং তার গাড়ির সামনে থেকে হামলা চালায়। এতে গাড়ির ড্রাইভার আহত হন এবং গাড়িটিও ভাঙচুর করা হয়। এরপর দুর্বৃত্তরা বদিউজ্জামান দিদারের ওপর হামলা চালায়। দিদার জানান, তাকে আঘাত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর নানা অনিয়মের কারণে ২১ আগস্ট নগদে প্রশাসক হিসেবে বদিউজ্জামান দিদারকে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। তাকে সহায়তা করতে ছয়টি ব্যাংক কর্মকর্তাও নিয়োগ করা হয়।

টিএই/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর