শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

পদ্মা সেতুর জাজিরা প্রা‌ন্তে ৪২ ল্যাম্পপোস্টে বা‌তি জ্বলবে আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৪:২৫ পিএম

শেয়ার করুন:

পূর্ণতার একেবারে শেষ প্রান্তে স্বপ্নের পদ্মা সেতু। আগামী ২৫ জুন বহুল প্রতীক্ষিত সেতুটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। বর্তমানে চলছে শেষ সময়ের কাজ। যার মধ্যে আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জ্বালানো হবে ৪২টি বাতি।

সন্ধ্যা নাগাদ পরীক্ষামূলকভাবে জ্বালানো হবে এসব বাতি। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


এর আগে গত শনিবার (৪ জুন) সন্ধ্যার কিছুক্ষণ আগে পদ্মা সেতুর ১৪ নম্বর পিলার থেকে ১৯ নম্বর পিলার পর্যন্ত মুন্সীগঞ্জ প্রান্তে ২৪টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। 

padma

শরীয়তপুরে জাজিরা নাওডোবা প্রান্ত থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। অন্যদিকে, মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রথম পিলার থেকে ৩ দশমিক সাড়ে ৭ কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্ত করার কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস। কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে বিদ্যুৎ সংযোগের সব কাজ শেষ করে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি।

পদ্মা সেতুতে যান চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত করতে চলছে শেষ মুহূর্তের রোড মার্কিংয়ের কাজ। প‌্যারা‌পেট ওয়া‌লে বসা‌নো হ‌চ্ছে রে‌লিং। 


বিজ্ঞাপন


padma

কয়েকদিন পর উদ্বোধন হতে যাওয়া দেশের বৃহত্তম সেতুটিতে ল্যাম্পপোস্ট রয়েছে ৪১৫টি। এছাড়া সংযোগ সড়কে বসেছে ২০০টি ল্যাম্প পোস্ট। যাতে এরই মধ্যে বসে গেছে বৈদ্যুতিক বাতি। শেষ মুহূর্তে বৈদ্যুতিক তার সংযোগের কাজ চলছে। সেতুর দুই প্রান্তের সাবস্টেশন থেকে এসব ল্যাম্প পোস্টে দেওয়া হবে বিদ্যুৎ সংযোগ। 

মূল সেতুর কাজ এগিয়েছে ৯৯ শতাংশের বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ জুনের মধ্যে সেতু উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে বলে জানা গেছে। 

সর্বত্রই এখন আলোচনা স্বপ্নের এই সেতুকে ঘিরে। আশপাশের জেলার মানুষেরা রীতিমতো উচ্ছ্বসিত। পদ্মা সেতু উদ্বোধন ঘিরে সাজ সাজ রব চোখে পড়েছে ওই অঞ্চলের মানুষের মধ্যে।

এজেড/আরএসও/এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর