সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা সর্বোচ্চ শাস্তি পাবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩ পিএম

শেয়ার করুন:

‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলাকারীরা সর্বোচ্চ শাস্তি পাবে’
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তুলে মাইকে ঘোষণা দিয়ে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে তিনি ওই ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে দেখতে ঢামেকের জরুরি বিভাগে আসেন।


বিজ্ঞাপন


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় নয়। এটার ক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা তো নিচ্ছিই, যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে। তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে।  

আরও পড়ুন

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের ওপর হামলা, নেপথ্যে কী?

এর আগে হাসপাতাল ঘুরে আহত ছাত্রদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তার সঙ্গে ছিলেন আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত আলী।

তারা সকাল সোয়া ১০টার দিকে ঢামেকের অর্থোপেডিক বিভাগ ও বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের ৬ষ্ঠ তলার ৬১৭ নং ওয়ার্ডে আহতদের দেখতে যান এবং তাদের খোঁজখবর নেন। পরে পৌনে ১১টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেন।


বিজ্ঞাপন


Jahangir
স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের চিকিৎসার খোঁজ নেন। ছবি: সংগৃহীত

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের অভিযোগ তুলে ছাত্র-জনতার ওপর হামলা চালানো হয়। মূলত কয়েকজন ছাত্রকে সেখানে আটকে রাখা হয়েছে- এমন খবরের ফাঁদ পেতে তাদের সেখানে নেওয়া হয়েছিল।

আরও পড়ুন

গাজীপুরে হামলায় আহতদের দেখতে গেলেন হাসনাত-সারজিস

আওয়ামী লীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ছাত্রদের সংগঠন দুটি গাজীপুরে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে।

ওই ঘটনায় গুরুতর আহত ১০ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা হলেন-  শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭), হাসান (২২), রৌহান আহমেদ (২২), ওমর হামজা (২২), ছাব্বির খান মিলন (২২) নাঈম (২১) ও ইয়াকিব (২৩)।

জেবি 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর