জুলাই ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ। সিরাজগঞ্জের তাড়াশ থানার একটি হত্যাচেষ্টা মামলায় রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু।
বিজ্ঞাপন
তিনি বলেন, সিরাজগঞ্জের তাড়াশ থানার একটি হত্যাচেষ্টা মামলায় সোমবার রাত ১০টার দিকে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পেশায় চিকিৎসক আব্দুল আজিজ ২০১৮ সালে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের মাকরশোন গ্রামের সন্তান আব্দুল আজিজ এমবিবিএস পাস করে ঢাকা শিশু হাসপাতালের পরিচালক ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ পদে আত্মনিয়োগ করেন। চিকিৎসাপেশার পাশাপাশি তিনি পেশাজীবী সংগঠন বাংলাদেশ স্বাধীনতা চিকিৎসক পরিষদের ঢাকা শিশু হাসপাতালের সভাপতি পদে দায়িত্ব পালন করেন।
বিজ্ঞাপন
ইএ