ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসর হয়ে যারা লিফলেট বিতরণ করছে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এ লিফলেটের মধ্যে ফ্যাসিবাদীরা এমন কিছু আপত্তিকর বক্তব্য দিচ্ছে, যা খুবই বিপজ্জনক।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন একাডেমি সার্ভিসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শফিকুল আলম।
বিজ্ঞাপন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করেছে। এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
একজন শিক্ষা ক্যাডারের লোক লিফলেট বিতরণ করছেন এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমরা মিডিয়ায় দেখেছি, শুধু তিনি নন, যে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ করছেন, তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সারাদেশে যারা চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমআর