বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

হাজার টাকার বই কিনলে গাছ ফ্রি!

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

হাজার টাকার বই কিনলে গাছ ফ্রি!

অমর একুশে বইমেলায় বইপ্রেমী ও পরিবেশ রক্ষায় আগ্রহীরা ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন। নির্ধারিত স্টল থেকে ১ হাজার টাকার বই কিনলে বিনামূল্যে গাছ দেওয়া হচ্ছে ক্রেতাদের। এই উদ্যোগ নিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ (এমজিবি) ও স্বপ্ন ৭১ প্রকাশন। এবারের বইমেলার ৭৫৩ নম্বর স্টল থেকে হাজার টাকার বই কিনলেই মিশন গ্রিন বাংলাদেশ-এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে  একটি টবসহ ইনডোর প্লান্ট।

মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি এ উদ্যোগ সম্পর্কে বলেন, এটি একটি অনন্য প্রয়াস, যেখানে বই এবং গাছের মধ্যে সেতুবন্ধন তৈরি হচ্ছে। আমরা মিশন গ্রিন বাংলাদেশ-এর সঙ্গে একযোগে এই পরিবেশগত উদ্যোগে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু বই পড়ার আনন্দ নয়, পরিবেশ রক্ষার দায়িত্বও গ্রহণ করছি।


বিজ্ঞাপন


মিশন গ্রিন বাংলাদেশ-এর প্রকল্প পরিচালক কৃষিবিদ আবুল বাশার মিরাজ বলেন, বই পড়া মানসিক বিকাশ ঘটায়, আর গাছ রোপণ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা আশা করি, এই উদ্যোগটি বইমেলায় আসা সব মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি করবে এবং তাদের প্রকৃতির প্রতি দায়িত্ববোধ জাগ্রত করবে।

স্বপ্ন ৭১ প্রকাশনীর প্রকাশক আবু সাঈদ বলেন, বই এবং গাছের মধ্যে এক অদৃশ্য সম্পর্ক রয়েছে। বই আমাদের চিন্তা ও দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে, আর গাছ আমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগের মাধ্যমে পাঠকরা শুধু বইয়ের জ্ঞানই অর্জন করবেন না, পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবেন।

বইপ্রেমীরা মিশন গ্রিন বাংলাদেশ এবং স্বপ্ন ৭১ প্রকাশনের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলছেন, এই উদ্যোগের লক্ষ্য শুধু বইমেলায় আসা পাঠকদের মধ্যে জ্ঞানের আলো ছড়ানো নয়, বরং তাদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্বও অনুভব করানো। এমন একটি উদ্যোগের মাধ্যমে পাঠকরা বুঝতে পারছেন যে, শুধুমাত্র বই পড়ার মাধ্যমে যেমন জ্ঞানের পরিধি বাড়ানো যায়, তেমনি পরিবেশের প্রতি দায়িত্বশীলতা গ্রহণ করেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

বিইউ/ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর