শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পুরস্কার বিতর্ক: বাংলা একাডেমি থেকে সাজ্জাদ শরিফের পদত্যাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

পুরস্কার বিতর্ক: বাংলা একাডেমি থেকে সাজ্জাদ শরিফের পদত্যাগ

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নিয়ে চলমান বিতর্কের মধ্যে কবি সাজ্জাদ শরিফ পদত্যাগ করেছেন। বুধবার (২৯ জানুয়ারি) একাডেমির মহাপরিচালকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাজ্জাদ শরিফ বাংলা একাডেমির নবগঠিত নির্বাহী কমিটিতে যোগ দিয়েছিলেন। তবে, পুরস্কার বিতর্কের পর একাডেমির পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।


বিজ্ঞাপন


বিষয়টি নিয়ে সাজ্জাদ শরিফ বলেন, ‘বাংলা একাডেমির মর্যাদা ক্ষুণ্ন হওয়ায় এবং একাডেমির মহাপরিচালক ও নির্বাহী পরিষদের পদগুলোর সম্মান না পাওয়ায়, আমি নৈতিক কারণে পদত্যাগ করেছি।’

এর আগে, গত বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের তালিকা প্রকাশের পর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পুরস্কারে ‘নারী লেখক’ না থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তোলেন। তিনি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ায় সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেন। পরদিনই বাংলা একাডেমি পুরস্কার স্থগিতের ঘোষণা দেয়।

এই সিদ্ধান্তে সংস্কৃতি উপদেষ্টার হস্তক্ষেপের বিষয়টি সামাজিক মাধ্যমে উঠলে, পুরস্কারের জুরি সদস্যরা বিব্রত বোধ করেন। এর মধ্যে, জুরি সদস্য মোরশেদ শফিউল হাসান নিজেকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টার ফেসবুক পোস্টের প্রেক্ষিতে তিনি আত্মসম্মানবোধ থেকে এবং নিজের বিচারবুদ্ধির ওপর আস্থা রেখে এই প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার মধ্যরাতে বাংলা একাডেমি পুরস্কারের নতুন তালিকা ঘোষণা করা হয়। তালিকায় সেলিম মোরশেদ, মোহাম্মদ হান্নান ও ফারুক নওয়াজের নাম বাদ পড়েছে। নতুন তালিকায় কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ পুরস্কার পাচ্ছেন।


বিজ্ঞাপন


আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করবেন।

পুরস্কার নিয়ে বিতর্ক আরও গভীর হওয়ায় সেলিম মোরশেদ এবং মোরশেদ শফিউল হাসানও বিভিন্ন মন্তব্য করেছেন। মোরশেদ শফিউল হাসান বলেছেন, ‘এখন পুরস্কারের বিষয়ে সাম্প্রতিক ঘটনাগুলোকে দেখে গর্বের চেয়ে বিব্রতবোধ করছি।’

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর