রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দুইজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

দুইজন ট্রাফিক সার্জেন্টকে পুরস্কৃত করলেন ডিএমপি কমিশনার
ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মাদক উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতারের পুরস্কার হিসেবে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ পুরস্কার প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে তাদের হাতে এ পুরস্কারের অর্থ তুলে দেন তিনি। এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


ডিএমপি কমিশনার নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি সার্জেন্ট বায়জিদ হোসেন ও সার্জেন্ট রানা পালের উক্ত কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, ২৭ জানুয়ারি শাহবাগ জোনে কর্মরত শিক্ষানবিশ ট্রাফিক সার্জেন্ট রানা পাল পল্টনের ইউবিএল ক্রসিং এ দায়িত্ব পালনের সময় বিজয়নগর থেকে পল্টনের দিকে আসতে থাকা ভিক্টর ক্লাসিকের একটি বাস থেকে নামা যাত্রীর চিৎকার শুনে এগিয়ে যান এবং জানতে পারেন মো. আল আমিন নামে উক্ত ব্যক্তির মোবাইল ফোন শান্তিনগর মোড় থেকে এক ছিনতাইকারী ছিনতাই করেছে। তিনি সেই ছিনতাইকারীকে অনুসরণ করে পল্টন মোড়ে এসেছেন বলে জানান ভুক্তভোগী আল-আমিন। সার্জেন্ট রানা পাল তৎক্ষণাৎ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে উক্ত স্থান থেকে মোবাইল ফোন ছিনতাইকারী হাসান মাহমুদকে (৩৫) আটক করতে সমর্থ হন। পরে প্রকৃত মালিককে তার ফোনটি বুঝিয়ে দেওয়া হয়। তিনি আটককৃত হাসান মাহমুদকে শাহবাগ থানার টহল টিমের কাছে হস্তান্তর করেন। 
 
অন্যদিকে একইদিন কদমতলীর রায়েরবাগ এলাকায় ট্রাফিক দায়িত্ব পালন করছিলেন ওয়ারি বিভাগের ট্রাফিক সার্জেন্ট বায়েজিদ খবর পান যে  এসআর দরজা মেলা শো-রুমের সামনে এক ব্যক্তি অবৈধ মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। তিনি দ্রুত ছুটে গিয়ে সেই ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে দুই কেজি ১২০ গ্রাম গাঁজা উদ্ধার করেন। 

এমআইকে/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর