বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

চাল আমদানির সিদ্ধান্ত নিলো সরকার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০১:৪৮ পিএম

শেয়ার করুন:

চাল আমদানির সিদ্ধান্ত নিলো সরকার 
ছবি : সংগৃহীত

দাম নিয়ন্ত্রণে লক্ষ্যে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৬ জুন) সোমবার সচিবালয়ে চালের বাজারের পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


মন্ত্রী বলেন, চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ এখন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সিদ্ধান্ত হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানি করা হবে। শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হবে। এতে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে।

চলমান অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই কেউ চাইলেই যা ইচ্ছে তা করতে পারবেন না বলেও মনে করেন তিনি।

টিএ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর