শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ঢাকা

অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে: উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

loading/img

শহীদদের অবদানের কথা স্মরণ করে ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে।

শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করার পর সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।


বিজ্ঞাপন


আজ সকালে শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে তিনি রায়েরবাজার কবরস্থানে আসেন।

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।

উপদেষ্টা জানান, রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান। 

শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম চালু হবে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর


News Hub