সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রফিকুলের পর ডেসটিনির চেয়ারম্যানও কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:১০ পিএম

শেয়ার করুন:

রফিকুলের পর ডেসটিনির চেয়ারম্যানও কারামুক্ত
ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি মোহাম্মদ রফিকুল আমিন। ফাইল ছবি

এক যুগ পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনির গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন। একটি মামলায় সাজার মেয়াদ শেষ হওয়ায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে তিনি কারামুক্ত হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মোহাম্মদ হোসেনের মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এলে তা যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়।


বিজ্ঞাপন


কারাগার থেকে বের হয়ে আসার সময় গেটে আত্মীয়স্বজন ও ডেসটিনি পরিবারের সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

destiny-1
কারাগার থেকে বেরোনোর পর ডেসটিনি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তার আগে বুধবার সন্ধ্যায় একই মামলায় সাজাপ্রাপ্ত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারাগার থেকে বের হওয়ার সময় তাকেও আত্মীয়স্বজন ও ডেসটিনি পরিবারের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


বিজ্ঞাপন


ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেডের গাছ বিক্রির টাকা আত্মসাতের মামলায় রফিকুল আমীনসহ কোম্পানির ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ডের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম।

destiny-2
গতকাল কারাগার থেকে মুক্ত হন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন

কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে ৪ হাজার ৫১৫ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৪৫৪ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রায়ের পর ১২ বছর পূর্ণ হওয়ায় তারা মুক্তিলাভ করেন। তবে তার রফিকুল আমীনের স্ত্রী ফারহা দিবার সাজার ১২ বছর পূর্ণ না হওয়ায় তিনি কারাগারেই আছেন।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর