তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের নিউজ আপডেটে বিষয়টি জানানো হয়েছে।
নিউজ আপডেটে বলা হয়েছে, ‘সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল একজন তথ্য কমিশনারের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রতিবেদন প্রেরণ করেছে।’
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া মাসুদা ভাট্টির কাছে নিজের অবস্থান সম্পর্কে ব্যাখা চেয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় কাউন্সিল থেকে রাষ্ট্রপতির বরাবর প্রতিবেদন দাখিল করা হলো।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. হাসানুজ্জামান বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তথ্য কমিশনার মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল। পরে নিয়ম অনুসারে এ বিষয়ে গত সপ্তাহে রাষ্ট্রপতি বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন তিনি (রাষ্ট্রপতি) মাসুদা ভাট্টির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে মাসুদা ভাট্টির সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্যকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের (প্রয়াত) বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি বিভিন্ন মহলে আলোচনায় আসেন। মইনুল হোসেনের কারাবরণে ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেসময় সরকারের দমন-পীড়ন ও কঠোর মনোভাবের কারণে প্রতিবাদ করতে পারেননি মানুষ।
ইএ