শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম

শেয়ার করুন:

পালিয়ে যাওয়া সাবেক ওসিকে ধরতে রেড অ্যালার্ট জারি
সাবেক ওসি শাহ আলম। ছবি: সংগৃহীত

গ্রেফতারের পর রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া সাবেক ওসি শাহ আলমকে গ্রেফতারে যৌথ অভিযান চালানো হচ্ছে। তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান। 


বিজ্ঞাপন


পুলিশ কর্মকর্তা বলেন, আমরা এ বিষয়ে কাজ করছি। শাহ আলম পলাতকের ঘটনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

এর আগে বুধবার তাকে গ্রেফতার করে কুষ্টিয়া থানা পুলিশ। শুক্রবার তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে নেওয়া হয় থানার ওসির কক্ষে। সেখান থেকে পালিয়ে যান শাহ আলম।

আরও পড়ুন

গ্রেফতার অবস্থায় পালিয়ে যাওয়া ওসিকে ধরতে অভিযানে যৌথ বাহিনী

ছুটিতে বাড়ি আসা এসআইকে কুপিয়ে হত্যা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে গত ২ সেপ্টেম্বর শাহ আলমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বুধবার (৮ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এমন সময় তিনি কৌশলে পালিয়ে যান।


বিজ্ঞাপন


বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে উত্তরা পূর্ব থানার ওসি ছিলেন মো. শাহ আলম (৪২)। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ায় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে তাকে বদলি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই কর্মরত ছিলেন।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর