শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ঢাকা

বাংলাদেশের নির্বাচনে তাড়াহুড়ো বিপজ্জনক হতে পারে: রূপা হক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৫, ১১:৩১ পিএম

শেয়ার করুন:

loading/img
ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় নির্বাচনের সমালোচনা করেছেন এবং বলেছেন, যদি খুব তাড়াহুড়া করে নির্বাচন আয়োজন করা হয়, তা বাংলাদেশে বিপদজনক হতে পারে। তিনি আরও বলেন, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, তবে এর জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ঢাকার অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে রূপা হক বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কার্যক্রম সুষ্ঠু হতে হলে কাঠামোগত সংস্কার প্রয়োজন। যদি তাড়াহুড়া করে নির্বাচন হয়, তবে সেটি দেশের জন্য বিপদজনক হতে পারে।’


বিজ্ঞাপন


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। সেখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে রূপা হক বলেন, ‘বাংলাদেশ উদীয়মান দেশ, যেখানে কর্মক্ষম তরুণ জনশক্তি রয়েছে। তাদের রাষ্ট্র সংস্কারে কাজে লাগাতে হবে।’

নকল নির্বাচন

রূপা হক ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে তীব্র সমালোচনা করে বলেন, ‘ গত ৭ জানুয়ারি বাংলাদেশে অবশ্য আসল নির্বাচন ছিল না, বরং নকল নির্বাচন ছিল। আমি আশা করি, এক বছরের মধ্যে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হবে।” তিনি বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে এবং নির্বাচন পর্যবেক্ষণের জন্য তিনি বাংলাদেশের আমন্ত্রণ আশা করেন।

বাংলাদেশের অর্থনীতি ও দুর্নীতি বিষয়ক মন্তব্য


বিজ্ঞাপন


ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক তার ভাষণে বাংলাদেশের দুর্নীতি নিয়েও কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশের জনগণের অর্থ কোথায় যাচ্ছে, সেটি নিশ্চিত করা দরকার। আমাদের দেশে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন রয়েছে, কিন্তু সেগুলোর প্রয়োগ নেই।’

তিনি আরও বলেন, ব্রিটিশ সংসদে তার সহকর্মী এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।

বাংলাদেশে শান্তি ও স্থিতি

রূপা হক বলেন, ব্রিটিশ গণমাধ্যমের প্রতিবেদনে বাংলাদেশে বিশৃঙ্খলা ও পুলিশ অনুপস্থিতি তুলে ধরা হলেও, তিনি সফর করে দেখেছেন যে দেশে শান্তি ও স্থিতি বিরাজ করছে, যদিও ঢাকায় যানজটের সমস্যা রয়েছে।

শ্রমিকদের শোষণ নিয়ে উদ্বেগ

তিনি বাংলাদেশে ‘মেইড ইন বাংলাদেশ’ পণ্য দেখে গর্বিত হলেও, বাংলাদেশে শ্রমিকদের শোষণ দেখতে চান না। তিনি বলেন, ‘কম পয়সায় বেশি মুনাফা করার চিন্তা করা উচিত নয়।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন