বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

২৬৪০ পিস ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

২৬৪০ পিস ইয়াবাসহ ৪ মাদককারবারি গ্রেফতার

রাজধানীর পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে দুই হাজার ৬৪০ পিস ইয়াবা ও ৩২৫ গ্রাম গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। তারা হলেন— রুবেল (২৫), রিমা আক্তার (২২), রুবিনা (৩৫) ও বাদশা (৩৮)। উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। সোমবার (৬ জানুয়ারি) যাত্রাবাড়ী ও চকবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।


বিজ্ঞাপন


র‍্যাব-১০ জানিয়েছে, সোমবার বিকেলে যাত্রাবাড়ীর দক্ষিণ যাত্রাবাড়ী মেট্রো সিএনজি পাম্প এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালায় র‌্যাব। এসময় সেখান থেকে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক ১ লাখ ১৪ হাজার টাকা এবং ইয়াবা বিক্রির নগদ ৫৯ লাখ ২১৫ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

ff

এছাড়াও চকবাজারের রহমত ওয়াটার ওয়ার্কাস এলাকায় অপর একটি অভিযান চালায়। এসময় সেখানে দুই হাজার ২৬০ পিস ইয়াবাসহ বাদশা নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য ৬ লাখ ৭৮ হাজার। পাশাপাশি ৩২৫ গ্রাম ওজনের গাঁজা এবং ইয়াবা বিক্রির নগদ এক লাখ দুই হাজার ৪৭০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন তারা। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করত: সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর