বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৮:০২ পিএম

শেয়ার করুন:

ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

বরিশালের বানারীপাড়া এলাকায় ডাকাতির মামলায় ইমরান শেখ (৩০) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। সোমবার (৬ জানুয়ারি) রাতে তাকে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দক্ষিণ সোহাগদল গ্রামের শামসুল হক শেখের ছেলে ইমরান শেখ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।


বিজ্ঞাপন


র‍্যাব-১০ জানিয়েছে, গত ১০ জুন রাত দুইটার দিকে বরিশাল জেলার বানারীপাড়ার মরিচবুনিয়া এলাকার আয়না মতি হালদারের বাড়িতে অজ্ঞাত ৪ জন ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পড়ে। এসময় তাদের প্রত্যেকের হাতে থাকা চাপাতি, লোহার রড, দা ছিল। তারা বাড়ির মালিক আয়না মতি হালদারের ঘরে প্রবেশ করে ও তাকে, তার মেয়ে ও নাতনীকে অস্ত্রের মুখে জিম্মি করেন তারা। এরপর এলোপাথাড়ি মারধরের পাশাপাশি তাদেরকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা কাপড় দিয়ে তাদের হাত, পা, নাক, মুখ, চোখ বেধে ফেলে। পরে তারা সাড়ে ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৫ হাজার টাকা এবং নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ ৮ লাখ ৫৫ হাজার টাকা লুট করে।

র‍্যাব আরও জানায়, ডাকাতির সময় আয়না মতি হালদার চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে ও তাদের উদ্ধার করে। প্রতিবেশীরা এসময় তাকে ও তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে তাদেরকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই দিন আয়না মতি হালদার বাদী হয়ে বরিশাল জেলার বানারীপাড়া থানায় একটি ডাকাতির মামলা করেন। সেই মামলায় ইমরানকে গ্রেফতার করা হয়েছে।

তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর