বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ডাকাতির প্রস্তুতিকালে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৭

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

শেয়ার করুন:

ডাকাতির প্রস্তুতিকালে যৌথ অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ৭
গ্রেফতার সাতজন। ছবি: সংগৃহীত

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি টিম।

সোমবার (৬ জানুয়ারি) রাতে রাজধানীর হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হাজারীবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো ছুরি, দুটি ধারালো সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাগর ওরফে বুলেট (২০), বিউল সানি (২০),  বাপ্পী (২৫), জীবন ওরফে হৃদয় (২১), আকাশ ওরফে রানা (২৮), ইমন হোসেন (২২) ও মারুফ (২৮)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর।

হাজারীবাগ থানা সূত্রে জানায়, সোমবার রাতে সেকশন বেড়িবাঁধ সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের সামনে ফাঁকা জায়গায় একটি কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে সেই এলাকায় যৌথবাহিনী অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় অজ্ঞাত ৪/৫ জন ডাকাত দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় হাজারীবাগ থানায় গ্রেফতারকৃত সাতজনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।


বিজ্ঞাপন


থানা সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা ঘটনার দিন হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

প্রসঙ্গত, মো. সাগর ওরফে বুলেট, মো. রবিউল সানি, মো. বাপ্পী ও মো. আকাশ ওরফে রানার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যাচেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।

মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর