বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ঢাকা

আইনজীবীর চেম্বার পুড়ে ছাই, ৩০ লক্ষ টাকার ক্ষতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

আইনজীবীর চেম্বার পুড়ে ছাই, ৩০ লক্ষ টাকার ক্ষতি

রাজধানীর পুরানা পল্টন মোড়ে মানিকগঞ্জ হাউজের দ্বিতীয় তলায় থাকা আইনজীবীর চেম্বার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ফাইলপত্র, কম্পিউটার, এসি এবং বিভিন্ন মালামালসহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত ভবনের দ্বিতীয় তলা ঘুরে ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, দ্যা লেকস এটর্নিস নামের সেই চেম্বারটিতে কয়েকজন আইনজীবী অফিস করতেন। তাদের একটি গ্রুপ সকালে সুপ্রিম কোর্টে চলে যায় আরেকটি গ্রুপ তালা দিয়ে পথে রওনা হয়। এসময় তাদের কাছে ফোন আসে ভবনে আগুন লেগেছে। পরে তারা ছুটে এসে দেখেন দ্বিতীয় তলায় থাকা তাদের চেম্বারের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর তারা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন।

সেখানকার কর্মী মেরাজুল ঢাকা মেইলকে বলেন, আমরা ডেমরার দিকে থাকি। সকালের খবর পেয়ে ছুটে আসি। ততক্ষণে অনেক কিছু পড়ে গেছে। তবে ফাইলপত্র বেশি না পড়লেও পানিতে ভিজে গেছে। এছাড়া কম্পিউটার এসি এবং আসবাবপত্র পুড়েছে।

সেই চেম্বারের মালিকদের একজন আইনজীবী হারুনুর রশিদ। তিনি জানান, আজকের অগ্নিকাণ্ডে অফিস কক্ষের ভেতরে থাকা সাতটি কম্পিউটার, দুইটি এসি, বিভিন্ন ফাইলপত্র এবং আসবাবপত্র পুড়ে গেছে। যার পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকার মতো।

আইনজীবী হারুনুর রশিদ আরও জানান, কী থেকে এই আগুনের উৎপত্তি সেটা তারা এখনো জানতে পারেননি। তবে ধারণা করছেন শর্ট-সার্কের থেকে এই আগুন লেগে থাকতে পারে।


বিজ্ঞাপন


সরেজমিন দেখা গেছে, চেম্বারটির ভেতরে থাকা অধিকাংশ ফলপত্র পড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলে অন্ধকারে তেমন কিছু দেখা যাচ্ছিল না। তবে দুজন কর্মী ফাইলপত্র এবং বিভিন্ন জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন। চেম্বারটির ভেতর বাহির এমনকি রুমের দেয়াল ও ছাদ পর্যন্ত আগুনে পুড়ে গেছে।

এরই মাঝে দুপুরে পল্টন থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ বিষয়ে উপস্থিত পুলিশ সদস্যরা কোন মন্তব্য করেননি। কক্ষগুলোতে কি কি জিনিসপত্র ছিল এবং কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা তারা জানার পরে ঘটনাস্থল ত্যাগ করেন।

এদিকে সার্ভিসের সংশ্লিষ্টরা মনে করছেন, শর্ট সার্কিটের আগুন থেকে এমন ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে করে তারা জানাবেন।

এর আগে, সকাল ৯টা ১৭ মিনিটে ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের খবর পান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় রাজধানীর পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজের আগুন। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর