মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে ৭ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ লুট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৫, ১১:০২ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডিতে সীমান্ত সম্ভারে ৭ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ লুট
সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানে এ লুট হয়

রাজধানীতে ধানমন্ডির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সে দিনদুপুরে স্বর্ণালংকারের দোকানে লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা প্রায় ১৫৯ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

দোকান কর্তৃপক্ষ বিষয়টি গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে প্রকাশ করলেও যাচাইয়ের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয় আজ শনিবার। জুমার নামাজের সময় এ লুটের ঘটনা ঘটেছে। কাছাকাছি থাকা অন্য দোকানগুলো খোলা থাকলেও কেউ বিষয়টি টের পায়নি বলে জানা গেছে।


বিজ্ঞাপন


এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ধানমন্ডি থানায় চুরির মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গতকাল শুক্রবার বেলা ১টার দিকে জিগাতলা এলাকায় বিজিবির সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের ‘ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স’ নামের দোকানে এ লুট হয়। দোকানটি বিপণিবিতানের নতুন ভবনের নিচতলায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, চোর চক্রকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। ইতোমধ্যে লুটের সঙ্গে জড়িত বলে কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে। তাদের গ্রেফতার করতে পারলে রহস্য উদ্ঘাটন সহজ হবে।

আজ দুপুরে সীমান্ত সম্ভারে গিয়ে দেখা যায়, ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স খোলা। তবে শোকেসে তেমন স্বর্ণালংকার নেই। দোকানের মালিক কাজী আকাশ দোকানেই বসে ছিলেন। তিনজন কর্মচারীও তার সঙ্গে ছিলেন।


বিজ্ঞাপন


ঘটনার বিষয়ে কাজী আকাশ বলেন, তিন কর্মচারীর মধ্যে হাসিব শেখ নামে একজনের কাছে শোরুমের চাবি থাকে। তিনি অন্য দুই কর্মচারী আরিফুজ্জামান ও আবদুর রহিমকে নিয়ে প্রতিদিনের মতো শুক্রবার বেলা ১১টার দিকে দোকান খোলেন। ১টার দিকে দোকানের বাম দিকের শাটার নামিয়ে এবং ডান পাশের শাটারে তালা দিয়ে তিনজন জুমার নামাজ পড়তে পাশের মসজিদে যান। বেলা দেড়টার দিকে আবদুর রহিম প্রথমে নামাজ থেকে ফিরে এসে দেখেন ডান পাশের শাটারের একটি তালা কাটা। এরপর রহিম ও মালিক আকাশের বন্ধু রায়হান ভেতরে ঢুকে দেখেন, শোরুমের অলংকারগুলো ছড়ানো-ছিটানো।

ব্যবসায়ী কাজী আকাশ বলেন, বাম দিকের শাটারটি ঠিক শোকেসের সামনে হওয়ায় সেটিতে তালা দিতে হয় না। কারণ সেটি খুলে দোকানে ঢোকা যায় না। তাই শুধু ডান পাশের শাটারে তালা দেন তারা।

যেভাবে লুট হয়েছে
শপিং কমপ্লেক্স ও শোরুমটির সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, চোরদের দলে ৮-৯ জন ছিল। জুমার নামাজের আগেই তারা মার্কেটে প্রবেশ করে। আকাশের দোকানের কর্মচারীরা তালা দিয়ে নামাজে যাওয়ার সময় পাশের কয়েকটি দোকান খোলা ছিল। চোর চক্রের সদস্যরা ওই দোকানগুলোর কর্মচারীদের পণ্য দেখার কথা বলে ব্যস্ত রাখেন। দৃশ্যত এ কারণে তারা কেউ অন্যদিকে খেয়াল করতে পারেননি। এই ফাঁকে চক্রের দুজন দোকানের ডান পাশের শাটারের সামনে একটি চাদর মেলে ধরেন। একজন চাদরের সামনে দাঁড়ান। অন্য একজন চাদরের আড়ালে থেকে তালা কাটেন। তালা কাটার পর তিনি ভেতরে ঢুকে লুট করে বের হয়ে যান।

loot2
চাদর টানিয়ে আড়াল করে কাটা হয় দোকানের তালা। ছবি: সিসিটিভি ফুটেজ

যা যা খোয়া গেছে
মামলায় দাবি করা হয়েছে, দোকান থেকে মোট ১৫৯ ভরি স্বর্ণ খোয়া গেছে। এর মধ্যে স্বর্ণের চেইন ৬৪ পিস, আংটি ৬৬ পিস, ব্রেসলেট ১৬ পিস, লকেট ১৯ পিস, কানের দুল ৬৫ জোড়া, গলার হার ৭ পিস, স্বর্ণের নূপুর এক জোড়া এবং হিরার হার ৫ পিস। কাজী আকাশ বলেছেন, লুট হওয়া অলংকারের বাজারমূল্য আড়াই কোটি টাকা।

সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কল্যাণ ট্রাস্টের অধীনে পরিচালিত বিপণিবিতানটিতে মাত্র আট মাস আগে অলংকারের দোকানটি চালু করেন কাজী আকাশ। নিউমার্কেট ও উত্তরায়ও তার স্বর্ণালংকারের শোরুম রয়েছে। মার্কেট কর্তৃপক্ষ ও মালিক আকাশ উভয়েই বলেছেন, মাস চারেক আগে এই শোরুমে তাদের পারিবারিক দ্বন্দ্বের একটি ঘটনা ঘটেছিল। তবে সেটির সঙ্গে এই লুটের ঘটনার কোনো সম্পর্ক নেই বলেই দাবি করেছেন আকাশ।

মার্কেটের নিরাপত্তার জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকে আউটসোর্সিং করে বিজিবির কল্যাণ ট্রাস্ট। মার্কেটের সার্বিক নিরাপত্তার তত্ত্বাবধায়ক বিজিবির সাবেক সুবেদার এস এম হজরত আলী। তিনি বলেন, ঘটনাটি খুবই আকস্মিকভাবে ঘটেছে। ঘটনার পর মার্কেটের নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশের তদন্তে আমরা সহায়তা করছি।

এদিকে গত ২৮ ডিসেম্বর আদাবরের এক বাসায় লুটের সঙ্গে জড়িত মাহিন ও রেহান নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩২ ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা এবং নগদ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর