বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। আগামীকাল রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় দলীয় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’-তে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন স্থায়ী কমিটির সদস্যরা।
শনিবার (৪ জানুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
শায়রুল কবির বলেন, রোববার রাত ৮টায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান বাসভবনে দলের স্থায়ী কমিটির সদস্যগণ সাক্ষাৎ করবেন।
দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে দলের স্থায়ী কমিটির সদস্যগণ সাক্ষাৎ করবেন।
এক-দেড় মাস ধরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আলোচনা চলছিল। কয়েক দফা তারিখও নির্ধারণ হয়েছিল। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া চলতি সপ্তাহে লন্ডনে যেতে পারেন।
বিএনপি চেয়ারপার্সন বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। দীর্ঘ কারাভোগের পর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট তাকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। তিনি বাসায় ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এমই/এফএ