সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শহীদ মিনারে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

শহীদ মিনারে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ডিএমপির নির্দেশনা
ফাইল ছবি

শহীদ মিনারে শিক্ষার্থীদের অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে আসা যানবাহনগুলোর জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। 


বিজ্ঞাপন


ডিএমপির তিনটি নির্দেশনার মধ্যে রয়েছে-

১. গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশ করা যানবাহনগুলো মানিক মিয়া এভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

আরও পড়ুন

কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

২. সায়েদাবাদ ও যাত্রাবাড়ী দিয়ে প্রবেশ করা যানবাহনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করা যাবে।


বিজ্ঞাপন


৩. আব্দুল্লাহপুর হয়ে প্রবেশ করা যানবাহনগুলো ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

ঢাকা মহানগর এলাকা যানজটমুক্ত রাখতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শহীদ মিনারের অনুষ্ঠানে আসা সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর