সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:০৩ পিএম

শেয়ার করুন:

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর, যা জানা গেল

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর! শনিবার সন্ধ্যার পর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিকসহ সব মহলে এই প্রশ্ন। যার উদ্রেক হয় ওই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের কাছাকাছি ধরনের ইঙ্গিতপূর্ণ পোস্টের কারণে। সবার একই প্রশ্ন, আসলে কী হতে যাচ্ছে সেদিন। এর উত্তর মিলল কয়েক সমন্বয়কের কথায়। জানালেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে সেদিন।

শনিবার সন্ধ্যার পর থেকে ফেসবুকে ‘Comrades Now or Never.’ এমন কাছাকাছি ধরনের পোস্ট দিয়ে তুমুল আলোচনার সৃষ্টি করেন ছাত্র আন্দোলনের নেতারা। 


বিজ্ঞাপন


বেশিভাগই তাদের ফেসবুক পোস্টে, ৩১ ডিসেম্বরের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ একইদিন বিকেল ৩টায় শহীদ মিনারের কথা বলেছেন। তবে সেদিন কী ঘটতে যাচ্ছে, সে বিষয়টি পরিষ্কার করেননি তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেছেন ‘Comrades, 31st DECEMBER! Now or Never.’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লিখেছেন ‘All eyes on 31st December, 2024. Now or Never!’

তাদের এমন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানান প্রশ্ন তুলেছেন মানুষ। অনেকে বলছেন, আগামী ৩১ ডিসেম্বর কোনো নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আবার ওই দিন ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে হয়। কেউ কেউ আবার বলছেন, হয়ত রাষ্ট্রপতিসহ কয়েক উপদেষ্টাকে পদত্যাগে বাধ্য করানো হতে পারে।


বিজ্ঞাপন


তবে এসবের উত্তর মিলল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমার কথায়। তিনি জানালেন, ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উমামা বলেন, ‘শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিলো, কীভাবে নিলো, ৯ দফা থেকে ১ দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা কী ধরনের ছিল; এসব সামগ্রিক বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক সমন্বয়ক জানান, বাংলাদেশের স্বাধীনতার সময় যেমন ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল তেমনই ৩১ ডিসেম্বর ‘জুলাই গণঅভ্যুত্থানে’র ঘোষণাপত্র পাঠ করা হবে। 

এদিকে রাত পৌনে ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘এটা মুজিববাদের কবরের ঘোষণা’।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর