রাজধানীর কলাবাগানে বাসা-বাড়িতে ডাকাতি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ধরা পড়েছেন পুলিশের তালিকাভুক্ত পেশাদার এক ছিনতাইকারী। তার নাম সোহেল রানা ওরফে স্পিকার সোহেল (৩৩)।
শুক্রবার ভোরে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়ির সামনে থেকে তাকে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
ডিএমপির কলাবাগান থানা সূত্রে জানায়, শুক্রবার ভোরে ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন সোহেল রানা। এসময় থানা পুলিশের একটি টহল দল তাকে দেখে আটক করে। তার দেহ তল্লাশি করে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটিং প্লায়ার্স (প্লাস), একটি প্লায়ার্স ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা ডিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে ডিএমপির কলাবাগান ও তেজগাঁও থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ ১৬টি মামলা রয়েছে।
এমআইকে/ইএ

