সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ঢাকা

ব্রিগেডিয়ার জেনারেল আযমীর বরখাস্তের আদেশ ‘প্রমার্জনা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ পিএম

শেয়ার করুন:

ব্রিগেডিয়ার জেনারেল আযমীর বরখাস্তের আদেশ ‘প্রমার্জনা’
আব্দুল্লাহিল আমান আযমী। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে বরখাস্তের আদেশ ‘প্রমার্জনা’ করে এর পরিবর্তে ভূতাপেক্ষভাবে ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়েছে। ২০০৯ সালের ২৪ জুন থেকে এই ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ কার্যকর ধরা হয়েছে।

গত ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত আদেশ জারি হয় বলে শুক্রবার (২৭ ডিসেম্বর) জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।


বিজ্ঞাপন


আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ২৪ জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমীকে প্রযোজ্য সব প্রকার আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধাসহ ‘অকালীন (বাধ্যতামূলক) অবসর’ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

‘দোয়া করতাম, আমার লাশটা যেন কুকুরের খাদ্যে পরিণত না হয়’

একই সঙ্গে ইতিপূর্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৯ সালের ২৩ জুন জারিকৃত ওই কর্মকর্তার বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।

Ajmi2


বিজ্ঞাপন


সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আযমী জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের পুত্র। প্রায় আট বছর তাকে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখা হয়েছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতন ঘটলে তিনি সেখান থেকে মুক্তি পেয়ে বাসায় ফিরেন।

আরও পড়ুন

স্বজনদের সঙ্গে সময় কাটাচ্ছেন গোলাম আজমপুত্র আযমী

২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে গোলাম আযমের প্রবাসী আরেক ছেলে এই অভিযোগ করেছিলেন। আযমীকে গুম করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর আযমী তার ওপর যে নৃশংস নির্যাতন হয়েছে তা গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর