শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ঢাকা

৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

শেয়ার করুন:

৫৩ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করল পুলিশ

বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪টি ও হাতিরঝিল থানা ২৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) উদ্ধার হওয়া ফোনগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।


বিজ্ঞাপন


ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে গত কয়েকদিনে ২৪টি মোবাইল ফোন উদ্ধার করে। শনিবার উদ্ধারকৃত ২৪টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ডিএমপির হাতিরঝিল থানা জানায়, গত কয়েকদিনে উদ্ধারকৃত ২৯টি ফোন প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। এইসব মোবাইল ফোন বিভিন্ন সময়ে হারিয়ে গিয়েছিল এবং এর প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছিল। হাতিরঝিল থানা পুলিশ জিডিমূলে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধার করেছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোন মালিকরা।

এমআইকে/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর