শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

২৮ ডিসেম্বরের মধ্যে করতে হবে হজযাত্রী সমন্বয় ও মোনাজ্জেম নির্বাচন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

আগামী বছরের হজকে কেন্দ্র করে হজযাত্রী সমন্বয়, লিড এজেন্সি নির্ধারণ ও মোনাজ্জেম নির্বাচনের সময় বেঁধে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সি সমূহকে এ সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা হতে এ সংক্রান্ত পত্র জারি করা হয়েছে। 


বিজ্ঞাপন


এ বিষয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে ২০২৫ সালে হজ কার্যক্রম পরিচালনাকারী এজেন্সিগুলোকে দেওয়া চিঠিতে বলা হয়- রাজকীয় সৌদি সরকার ২০২৫ সালের হজে অন্যান্য দেশের এজেন্সিপ্রতি হাজীর কোটা দুই হাজার জন নির্ধারণ করা হয়েছে। তবে বাংলাদেশের অনুরোধে এদেশের এজেন্সিপ্রতি হাজীর সংখ্যা সর্বনিম্ন এক হাজার জন নির্ধারণ করেছে। এ পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে অনুমোদিত হজ এজেন্সি সমূহের মধ্যে যে সকল হজ এজেন্সির নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা এক হাজারের চেয়ে কম সে সকল এজেন্সির হজযাত্রী স্থানান্তর ও সমন্বয়পূর্বক লিড এজেন্সি নির্ধারণ করা প্রয়োজন।

আরও পড়ুন

‘স্পিরিটস অব জুলাই’ কনসার্টে ভেন্যু চার্জ নেবে না সেনাবাহিনী

এতে আরও বলা হয়, হজ ও উমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২ (সংশোধিত) এর ২৬ বিধি অনুযায়ী পারস্পরিক সম্মতির ভিত্তিতে লিড এজেন্সি নির্ণয়পূর্বক সমন্বয়কারী এজেন্সি সমূহের হজযাত্রীদের ই-হজ সিস্টেমে লিড এজেন্সিতে স্থানান্তর করার বিধান রয়েছে। এছাড়া ২০২৫ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনের অনুচ্ছেদ ৯(১২) এ বিষয়ে নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ্য করা হয়েছে- সমন্বয় কার্যক্রম শেষ হলে সমন্বয়কারী এজেন্সি হতে লিড এজেন্সির ব্যাংক হিসাবে হজযাত্রীর বিমান ভাড়া বাবদ অর্থ প্রেরণ করবে এবং লিড এজেন্সি তার ব্যবস্থাপনাধীন সকল হজযাত্রীর বিমান টিকেটের অর্থ এয়ালাইন্সের বরাবর পে-অর্ডার ইস্যু নিশ্চিত করবে।


বিজ্ঞাপন


বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর