প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতৃবৃন্দ।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের নেতৃত্বে কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে কার্যনির্বাহী কমিটি।
বিজ্ঞাপন
এ সময় ডিআরইউর যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির) উপস্থিত ছিলেন।
এছাড়া ডিআরইউর সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, সদস্য আইয়ূব ভূঁইয়া, কুদরাত-ই খোদা, তৌহিদুল ইসলাম মিন্টু, সৈয়দ আখতার সিরাজী ও গোলাম মুজতবা ধ্রুব এতে অংশ নেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগের একটি হোস্টেলে মারা যান কবি ও সাংবাদিক হেলাল হাফিজ। তার বয়স হয়েছিল ৭৬ বছর। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন। পাশাপাশি কিডনি জটিলতা, ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন।
প্রেম ও দ্রোহের কবি হিসেবে সুপরিচিত হেলাল হাফিজ ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া যশোর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোনা সাহিত্য সমাজ, কবি খালেদদাদ চৌধুরী সাহিত্য পদক সম্মাননাসহ আরও পুরস্কার পেয়েছেন তিনি।
বিইউ/ইএ