অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশন প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত। সোমবার (৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে এসব রাষ্ট্রদূত সাক্ষাৎ করবেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউ এর সম্পর্ককে আরও সুসংহত করবে।
মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং ইইউর রাষ্ট্রদূতসহ ২৮ জন কূটনীতিক বৈঠক করবেন। বাংলাদেশে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এছাড়াও জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।
বিইউ/এমএইচএম