শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

অংশীজনদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

শেয়ার করুন:

অংশীজনদের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের মতবিনিময়

সংবিধান সংস্কার বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

এসময় তারা সিভিল সোসাইটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মতবিনিময় করেন।


বিজ্ঞাপন


আজকের মতবিনিময় সভায় সংবিধান সংস্কারের বিভিন্ন দিক নিয়ে মতামত দেন অধ্যাপক ড. রেহমান সোবহান ও অধ্যাপক ড. রওনক জাহান।

এছাড়া জাস্টিস ফর কমরেডসের (সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত/প্রাক্তন সদস্যদের একটি ফোরাম) পক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক, লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান ও কমান্ডার (বিএন) নেসার আহমেদ জুলিয়াস তাদের সংগঠনের পক্ষে মতামত পেশ করেন।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে জাহিদ আহসান, আনিকা তাহসিনা, তারিকুল ইসলাম ও আরিফ সোহেল, জাতীয় নাগরিক কমিটির পক্ষে আখতার হোসেন, সামান্তা শারমিন, সারোয়ার তুষার, অ্যাডভোকেট মুকুল মুস্তাফিজ, সালেহউদ্দিন সিফাত, আতিক মুজাহিদ ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। তারা স্ব স্ব সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ ও কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মো. মুসতাইন বিল্লাহ মতবিনিমিয় সভায় অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর