শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

সচিব হলেন রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

শেয়ার করুন:

সচিব হলেন রফিকুল ইসলাম

বিসিএস প্রশাসন ক্যাডারের দীর্ঘ বঞ্চিতদের মধ্য থেকে আরও একজন পদোন্নতি পেয়েছেন। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ রফিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ শাখা-১ এর উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


মুহাম্মদ রফিকুল ইসলাম ডেসকো বোর্ডের চেয়ারম্যান হিসেবে কর্মরত আছেন। 

আরও পড়ুন

দীর্ঘ বঞ্চিতদের মধ্যে প্রথম সচিব হলেন মাহবুবুর রহমান

proggapon

আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে প্রশাসনের অনেক কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত ছিলেন। এমনকি তারা দীর্ঘ সময়ে একটি পদোন্নতিও পাননি। মুহাম্মদ রফিকুল ইসলামও তাদেরই একজন। 


বিজ্ঞাপন


৫ আগস্টের পর সরকার পরিবর্তন হলে বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির উদ্যোগ নেওয়া হয়। ১০ম, ১১তম থেকে ২০তম বিসিএস পর্যন্ত বঞ্চিতদের সংখ্যা কয়েকশ। বর্তমান সরকার তাদের ভেতর সিনিয়র সহকারী সচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত পদোন্নতি দিলেও সচিব পদে পদায়ন করা হয়নি। সরকারের একটি মহল নানা অজুহাতে দক্ষতা থাকা সত্বেও বঞ্চিত কর্মকর্তাদের মধ্য থেকে সচিব পদে পদায়নে বিরোধিতা করেন। ফলে তাদের সচিব পদে পদোন্নতি আটকে যায়। 

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর