শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

বাংলাদেশের হাইকমিশনে হামলায় ভারতের দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পিএম

শেয়ার করুন:

বাংলাদেশের হাইকমিশনে হামলায় ভারতের দুঃখ প্রকাশ

আগরতলা শহরের কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (২ ডিসেম্বর) চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডাকে একটি সংগঠন। আগরতলার সার্কিট হাউসের সামনে গান্ধী মূর্তির কাছে অনুষ্ঠিত এ সমাবেশ থেকে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।


বিজ্ঞাপন


পরে, সমাবেশে অংশ নেওয়া কিছু বিক্ষুব্ধ সদস্য হঠাৎ করে বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন, সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে সেটি ছিঁড়ে ফেলেন। এরপর, ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়, "আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রাঙ্গণে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। কোনো অবস্থাতেই কূটনৈতিক ও কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয়।"

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি/সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ভারতের সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

উল্লেখ্য, ভিয়েনা কনভেনশন,১৯৬১ অনুযায়ী— অন্যদেশের কূটনীতিক হাউজকে পরিপূর্ণ নিরাপত্তা বিধান করার দায়িত্ব আয়োজক দেশের। 


বিজ্ঞাপন


এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর