শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোটগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১২:১০ পিএম

শেয়ার করুন:

উৎসবমুখর পরিবেশে চলছে ডিআরইউর ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ডিআরইউয়ের নসরুল হামিদ মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৫টা পর্যন্ত।


বিজ্ঞাপন


নির্বাচনে ২১ পদের মধ্যে চার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বাকি ১৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন। এর মধ্যে সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী রয়েছেন। এবারের নির্বাচনে ভোটার সংখ্যা এক হাজার ৭৪৪ জন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণ। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। প্রার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন। ভোটগ্রহণ শেষে রাতের মধ্যেই জানা যাবে ফলাফল।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর