শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

পদ্মা সেতু উদ্বোধনের দিন কাঁঠালবাড়িতে জনসভা করবে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২২, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু উদ্বোধনের দিন কাঁঠালবাড়িতে জনসভা করবে আ.লীগ

পদ্মা সেতু উদ্বোধনের দিন কাঁঠালবাড়ি ফেরিঘাটে জনসভার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন বেলা ১১টায় জনসভা শুরু হবে।

বুধবার (১ জুন) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে প্রস্তুতি কমিটির বৈঠক শেষে এসব কথা জানান দায়িত্বপ্রাপ্ত নেতারা।


বিজ্ঞাপন


তারা জানান, পদ্মা সেতু উদ্বোধনের দিন ২৫ জুন সকাল ১১টায় শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটে আওয়ামী লীগের জনসভা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টায় উদ্বোধন হবে পদ্মা সেতু।

খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের আশপাশের জেলাসহ প্রায় ২২টি জেলার মানুষ জনসভায় অংশ নেবেন। জনসভায় প্রায় ১০ লাখ মানুষের জনসমাগম হবে আশা করছেন আওয়ামী লীগ নেতারা।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। জনসভাকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। 

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জ আজম এমপি, বি এম মোজাম্মেল সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন


আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়। এ দিন সকাল ১০ টায় সেতুর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর