আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে শেখ আবু তাহেরকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতদিন তিনি সচিব হিসেবে চলতি দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শেখ আবু তাহেরকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি জানা গেছে।
বিজ্ঞাপন
এদিকে আইন সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় শেখ আবু তাহেরকে অভিনন্দন জানিয়েছে জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। পরে আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব দেওয়া হয়।
আরও পড়ুন
সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর বয়স পূর্ণ হওয়ায় ১১ অক্টোবর আইন ও বিচার বিভাগের সচিব পদ থেকে অবসরে যান মো. গোলাম রব্বানী।
বিজ্ঞাপন
পরে ১৪ অক্টোবর আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব বিচারক শেখ আবু তাহেরকে সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়। প্রায় দেড় মাস চলতি দায়িত্ব পালনের পর পূর্ণ সচিব হিসেবে নিয়োগ পেলেন এই কর্মকর্তা।
এআইএম/জেবি