মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ঢাকা

ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ-র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ-র‍্যালি
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি নাগরিকদের ওপর অবর্ণনীয় নির্যাতন এবং ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবি জানিয়েছে সাধারণ ছাত্র সমাজ। একই সঙ্গে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে 'মার্চ ফর প্যালেস্টাইন' শীর্ষক ফিলিস্তিনের পতাকা নিয়ে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র হাসিবুর বলেন, ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর সৃষ্টিলগ্ন থেকে যে অত্যাচার চালাচ্ছে বর্তমানে এই অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। এই ক্ষেত্রে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ তো নিচ্ছেই না। উপরন্তু তারা কোনো সমবেদনাও দেখাচ্ছে না। এই অত্যাচার নিরসনে আমরা ফিলিস্তিনি নিপিড়িত নাগরিকদের পক্ষে আমাদের সংহতি জানাচ্ছি। অতি দ্রুত যেন ফিলিস্তিনি নিপিড়িত নাগরিকদের ওপর অবর্ণনীয় নির্যাতন বন্ধ হয় এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়।

phelestine1

ফাহিম নামে অপর এক শিক্ষার্থী বলেন, আমরা আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে 'মার্চ ফর প্যালেস্টাইন' র‍্যালির আয়োজন করেছি। ফিলিস্তিন যেভাবে জুলাই আন্দোলনকে ইনস্পায়ার (উৎসাহিত) করেছে আমরা সেই জুলাইয়ের শহীদদের স্মরণে রেখে ফিলিস্তিনি নিপিড়িত নাগরিকদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে র‍্যালির আয়োজন করেছি।

এ সময় 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'; 'গণহত্যা বন্ধ করো, করতে হবে, করতে হবে'; 'শিশু হত্যা বন্ধ করো, করতে হবে, করতে হবে'; 'নারী হত্যা বন্ধ করো, করতে হবে, করতে হবে'; 'ইহুদিদের কালো হাত ভেঙে দেও, গুঁড়িয়ে দেও' ইত্যাদি স্লোগান দেওয়া হয়।


বিজ্ঞাপন


এছাড়াও র‍্যালিতে ফিলিস্তিনের বিশাল পতাকা প্রদর্শন করা হয়। যা বাংলাদেশে এ যাবৎকালে ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা।

কারই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর