সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের ট্রাকের ধাক্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ০১:০২ পিএম

শেয়ার করুন:

হাসনাত আবদুল্লাহর গাড়িতে ফের ট্রাকের ধাক্কা
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে ফের দুর্ঘটনার শিকার হয়েছে হাসনাত আবদুল্লাহর গাড়ি। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর মাতুয়াইল ও গুলিস্তানে দুইবার দুর্ঘটনার শিকার হয় তাকে বহনকারী গাড়ি। মাতুয়াইলে একটি ট্রাক তার গাড়িতে আঘাত করে পালিয়ে যায়। গুলিস্তানে আঘাত করে একটি মিনি ট্রাক।


বিজ্ঞাপন


আরও পড়ুন

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা

তারও আগে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যাচেষ্টার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্যসচিব সারজিস আলম। বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। বুধবার রাতে একই ধরনের স্ট্যাটাসে সারজিস ও হাসনাত লিখেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর