মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ঢাকা

স্বাভাবিক শাহবাগ, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পিএম

শেয়ার করুন:

স্বাভাবিক শাহবাগ, আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান

বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার প্রলোভনে দেশের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষকে রাজধানীর শাহবাগে জড়ো করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বাভাবিক রয়েছে শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা।

সোমবার (২৫ নভেম্বর) সরজমিনে শাহবাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।


বিজ্ঞাপন


shahbag.1

সরজমিনে ঘুরে দেখা যায়, শাহবাগে যান চলাচল স্বাভাবিক রয়েছে। জাতীয় যাদুঘরের সামনে খাবার ও চায়ের দোকান সাধারণ দিনের মতো খোলা রয়েছে। একই অবস্থা টিএসসি ও সোহরাওয়ার্দী উদ্যান গেটে। তবে ঋণের জন্য সমাবেশে আসা লোকজনকে কেন্দ্র করে দোকানিদের মধ্যে কৌতুহল দেখা গেছে।

রায়হান নামে এক চা দোকানি ঢাকা মেইলকে বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি শাহবাগ মোড় থেকে যাদুঘর পর্যন্ত মানুষের জটলা। তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নিতে এসেছে। এটি করলে নাকি তারা বিনা সুদে ঋণ পাবে। পরে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।

tsc


বিজ্ঞাপন


এদিকে শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। শাহবাগের দুইপাশে পুলিশ ও আনসার সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে। বারডেম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে পুলিশের অবস্থান রয়েছে। জাতীয় যাদুঘর ও ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী সড়কে ব্যারিকেডসহ পুলিশের অবস্থান রয়েছে।

তবে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে ৮০০ বাসে লোক আনার কথা শোনা গেলেও বেলা আড়াইটাই শাহবাগ ও ঢাবি এলাকায় এ ধরনের বাস বা মাইক্রোবাস দেখা যায়নি।

এমএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর