সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘নজরুলের কাব্য ভাবনাজুড়ে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৯:৪৯ পিএম

শেয়ার করুন:

‘নজরুলের কাব্য ভাবনাজুড়ে আছে সাম্প্রদায়িক সম্প্রীতি’
ছবি: ঢাকা মেইল

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য ভাবনার অন্যতম অংশজুড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার (৩১ মে) রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে নজরুল পুরস্কার, ২০১৯ ও ২০২০ প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


স্বাধীন বাংলার মাটিতে নজরুলকে এনে বঙ্গবন্ধু একটি অসামান্য দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার আজীবনের লড়াই ছিল একটি শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার। নজরুলও এই আদর্শে বিশ্বাসী ছিলেন।

কবি রেজাউদ্দিন স্টালিনের উপস্থাপনায় ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের নবনিযুক্ত সভাপতি ও বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খায়রুল আনাম শাকিল। আর স্বাগত বক্তব্য দেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব (উপসচিব) মো. রায়হান কাওছার।

K M khalid


বিজ্ঞাপন


অনুষ্ঠানে নজরুল গবেষণায় ড. সৈয়দা মোতাহেরা বানু ও নজরুল সঙ্গীতে শিল্পী ডালিয়া নওশীনকে নজরুল পুরস্কার, ২০১৯ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা ও নজরুল সঙ্গীতে শিল্পী ইয়াকুব আলী খানকে নজরুল পুরস্কার, ২০২০ প্রদান করা হয়।

এ দিন অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, ছন্দা চক্রবর্তী ও শহীদ কবির পলাশ। এছাড়া কবি নজরুল ইনস্টিটিউটের শিল্পীবৃন্দ দলীয় সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব ও তার দল। আর আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, জাতীয় কবি নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে যারা নিবেদিত প্রাণ ও গবেষণা করে থাকেন সেসব গুণী ব্যক্তিদের ১৯৮৫ সাল থেকে কবি নজরুল ইনস্টিটিউট প্রতি বছর পুরস্কৃত করে আসছে।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর