শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ঢাকা

মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৪ এএম

শেয়ার করুন:

loading/img

রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রাশেদুল ইসলাম ওরফে রাইস্যা ওরফে বাবু (২৪), নাইম (২৩) ও মনির হোসেন মঞ্জু (২৮)। এ সময় কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার ভোরে মতিঝিলের এজিবি কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।

থানা সূত্রে জানা যায়, রাতে ডিউটি করার সময় এজিবি কলোনি এলাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজনের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পায় মতিঝিল থানা পুলিশ। এমন সংবাদের ভিত্তিতে ভোররাত সাড়ে চারটার দিকে টহল দল সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন ডাকাতরা। একপর্যায়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ডাকাতি করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে।


বিজ্ঞাপন


এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এই ক্যাটাগরির আরও খবর

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর