সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ছবি

রাজধানীর ফার্মগেটে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকে আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার (২৩ নভেম্বর) সকালে মানসি প্লাজা নামে সাত তলা ভবনটির বেজমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম ঢাকা মেইলকে অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল নয়টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুন ভয়াবহ নয়। কিন্তু অনেক ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপণ বিলম্বিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর