শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ঢাকা

৬ ঘণ্টা পর মহাখালীতে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

৬ ঘণ্টা পর মহাখালীতে যান চলাচল শুরু

রাজধানীর মহাখালীতে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় শুরু হয়েছে যান চলাচল। এর আগে, সকাল ৯টায় সড়ক অবরোধ করে অটোরিকশা চালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ৩টায় এই যান চলাচল শুরু হয়।


বিজ্ঞাপন


সরেজমিন দেখা যায়, প্রথমে ফার্মগেট থেকে উত্তরা ও গুলশানগামী লেন পুলিশ ও সেনাবাহিনীর প্রটোকল দিয়ে উন্মুক্ত করে দেয়। এরপর বাকি লেনগুলো দিয়েও যান চলাচল শুরু হয়।

এর আগে, সকালে রিকশা চালকরা সড়ক অবরোধ করলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা মহাখালী রেল ক্রসিংয়ের পাশে অবস্থান নেয়। রিকশ চালকরা মহাখালীর পশ্চিম পাশে অবস্থান নিয়ে সড়ক ও রেলপথ অবরোধ করে।

মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা অটোরিকশার চালকদের ধাওয়া দেয় সেনাবাহিনী। পাল্টা জবাবে আন্দোলনকারীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। তবে সেনাবাহিনী ও পুলিশের সতর্ক অবস্থার কারণে তা সংঘর্ষে রূপ নেয়নি। সেনাদের ধাওয়ায় রিকশা চালকরা ছত্রভঙ্গ হয়ে এদিক-ওদিকে পালিয়ে যান। পরে তারা সড়কে অবস্থান নেয়।

এদিকে মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সারাদেশের সাথে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, সকাল ১০টা থেকে রেললাইনের ওপর রিকশা চালকরা অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। নিরাপত্তা ও যাত্রীদের স্বার্থে, ওই সময় থেকে ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়েনি বা আসেনি। এমনকি ঢাকা থেকে চলাচলকারী ট্রেনগুলো কাছাকাছি স্টেশনে অবস্থান করছে।

এমএইচ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর