সড়কে কোনো ধরনের পরিবহন দেখলেই তাতে হামলা করছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন রিকশাচালকরা।
বিজ্ঞাপন
এদিন বেলা ১টা নাগাদ মোহাম্মদপুর বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে গিয়ে দেখা যায়, সড়কে কোনো ধরনের পরিবহন সহ্য করতে পারছেন না তারা।
বেলা ১টা নাগাদ বেড়িবাঁধ চার রাস্তার মোড়ে এসে ব্যাটারিচালিত রিকশার চালকের রোষানলে পড়তে দেখা যায়, পায়ে চালিত রিকশার চালকদের। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বেড়িবাঁধ চার রাস্তার মোড় অভিমুখে আসতে যাওয়া বেশ কয়েকটি রিকশার ওপর আক্রমণ করতে দেখা যায়। এ সময় ব্যাটারিচালিত রিকশার চালকরা পায়ে চালিত রিকশার চাকার হাওয়া ছেড়ে দেন।
একই ঘটনা ঘটেছে সিএনজি চালিত অটোরিকশা সঙ্গেও।
বিজ্ঞাপন
বেড়িবাঁধ চার রাস্তার মোড় এলাকার যাত্রীর অপেক্ষায় থাকা পাঠাও চালকরাও আন্দোলনকারীদের রোষানলে পড়েন। এ সময় কোনোভাবে মোটরসাইকেল রক্ষা করে পালিয়ে যেতে দেখা যায় পাঠাও রাইডারদের।
হামলার ঘটনা দেখা যায় মাইক্রোবাস, ব্যক্তিগত পরিবহনেও। এ সময় ঘটনাস্থলে মোহাম্মদপুর থানা পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো ধরণের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
এদিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় এলাকায় সকালে একই চিত্র দেখা গেছে। বেলা ১০টা নাগাদ শিয়া মসজিদ মোড় এলাকায় আন্দোলনকারীদের মারধরের শিকার হতে দেখা গেছে দুই মোটরসাইকেল আরোহীকে।
কারই/এএস