সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘হাইকোর্ট-আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

‘হাইকোর্ট-আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে’
ছবি- সংগৃহীত

হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।


বিজ্ঞাপন


ড. আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। 

আরও পড়ুন

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন ড. ইউনূস

তিনি আরও বলেন, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

আইন উপদেষ্টা বলেন, ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্মীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। 

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আসিফ নজরুল বলেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর